জিবিনিউজ 24 ডেস্ক//
কোপা আমেরিকা ফেমেনিনার প্রথম সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। আগামীকাল বুধবার (২৭ জুলাই) ভোরে দ্বিতীয় সেমিতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আট বারের মধ্যে সাত বারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল।
নারীদের কোপা আমেরিকা শুরু হয়েছিল ১৯৯১ সালে। প্রথম আসরেই শিরোপার স্বাদ পেয়েছিল ব্রাজিল। এখন পর্যন্ত নারীদের কোপার আটটি সংস্করণ অনুষ্ঠিত হয়েছে, যার প্রতিটিতে ফাইনাল খেলেছে ব্রাজিল। ২০০৬ বাদে অন্য সব সংস্করণে শিরোপা হাতে উৎসব করেছে। ২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল ব্রাজিল।
এবারের আসরেও দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অষ্টম শিরোপার মিশন শুরু করেছিল তারা। গ্রুপ পর্যায়ে চার ম্যাচে কোনো গোল হজম না করে ১৭ গোল করেছিল দেশটি।
সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ব্রাজিল। গ্রুপ ‘এ’র রানার আপ প্যারাগুয়ে ৪ ম্যাচের ৩টিতে জয় নিয়ে সেমিতে উঠেছে প্যারাগুয়ে। সবশেষ ফিফা র্যাঙ্কিংয়ে ৯ম স্থানে থাকা ব্রাজিলের চেয়ে ৪১ ধাপ পিছিয়ে ৫০-এ অবস্থান প্যারাগুয়ের।
কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে বুধবার ভোর ৬টায় মাঠে গড়াবে ব্রাজিল-প্যারাগুয়ে সেমিফাইনাল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন