মুশফিক-মুস্তাফিজের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত ব্রিটিশ হাইকমিশনার

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

ছেলে-মেয়েকে নিয়ে আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন বাংলাদেশ নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জাভেদ প্যাটেল। ক্রিকেটের বড় ভক্ত প্যাটেল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানেরও ভক্ত। তার মতো তার সন্তানেরাও কাটার স্পেশালিস্টকে বেশ পছন্দ করেন। আজ শনিবার মুস্তাফিজের সঙ্গে মুশফিকুর রহিমের সঙ্গেও দেখা করেন তারা।

২০২০ সালে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন জাভেদ প্যাটেল। বর্তমানে ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে কাজ করছেন। বাংলাদেশে এসেই চেয়েছেন মাঠে বসে ক্রিকেট দেখতে। তবে কোভিডসহ নানা ব্যস্ততায় সেটি এখনো হয়ে ওঠেনি। অবশেষে আজ সেই সুযোগ হলো, যদিও এদিন কোনো ম্যাচ ছিল না।

 

সঙ্গে করে নিয়ে এলেন প্রথমবার বাংলাদেশে আসা তার ছেলে-মেয়েকেও। বিসিবির আতিথেয়তায় বেশ মুগ্ধ হয়েছেন বাবা-ছেলে। মুশফিক, মুস্তাফিজসহ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দেখা করে, ছবি তুলে চলে যাওয়ার আগে মুখোমুখি হন সংবাদমাধ্যমের।

জাভেদ বলেন, ‘আমি ক্রিকেটের অনেক বড় ভক্ত। বাংলাদেশে এসেছি ২০২০ সালে। আর এখানে নেমেই আমি চিন্তা করেছিলাম একটা ক্রিকেট ম্যাচ দেখব মাঠে বসে। কিন্তু কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। তবে আজ এখানে আসতে পেরে এবং স্টেডিয়ামটি ঘুরে দেখতে পেরে আমি দারুণ আনন্দিত। আর সাথে করে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি যে প্রথম বাংলাদেশে এসেছে।’

 

সঙ্গে যোগ করেন জাভেদ, ‘ক্রিকেটের বড় একজন ভক্ত হিসেবে এখানে এসে কয়েকজন ক্রিকেটারের সাথে দেখা করা এবং মাঠের বাইরে বিহাইন্ড দ্য সিনে কি হয় সেসব দেখে ভালো কিছু সময় কাটিয়েছে সে। আমি খুব আনন্দিত এবং বিসিবির প্রতি কৃতজ্ঞ আমাকে আজ আতিথেয়তা দেওয়ার জন্য।'

ছেলে ও নিজে মুস্তাফিজের অনেক বড় ভক্ত উল্লেখ করে জাভেদ বলছিলেন, ‘আমরা মুস্তাফিজের সাথে দেখা করেছি। তার অনেক বড় ভক্ত আমি। সে দিক থেকে তার সাথে দেখা হওয়াটা আমার ছেলের জন্যও দারুণ কিছু। আমি বাংলাদেশে একটা ম্যাচ দেখতে সত্যি মুখিয়ে আছি। এই বছর আমার সে সুযোগ আছে। একটু আগে মুশফিকের সাথেও আমাদের দেখা হয়েছে। বেশ ভালো লাগছে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন