এশিয়া কাপ হবে আমিরাতেই

জিবিনিউজ 24 ডেস্ক//

এশিয়া কাপের আর বাকি আছে মাত্র ৩৬ দিন। এবারের আসরটা শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও দেশটির চলমান সংকটের কারণে তা আর হচ্ছে না। গুঞ্জন ছিল এবারের এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরটা সংযুক্ত আরব আমিরাতে সরে যাওয়ার। 

অবশেষে সে গুঞ্জনটাই সত্যি হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন বিষয়টি।

গতকাল বৃহস্পতিবার বিসিসিআইয়ের কাউন্সিল সভার পর এই কথা জানান বিসিসিআই প্রধান। বলেন, ‘এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না।’ 

শ্রীলঙ্কার আয়োজন অনিশ্চিত হয়ে যাওয়ার পর থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ বা ভারতের কোথাও এবারের আসর আয়োজনের। তবে সৌরভের কথাতেই পরিষ্কার হয়ে গেল, বৃষ্টির কারণেই সেটা হচ্ছে না আর।

এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানায়, এ বছরের এশিয়া কাপ আয়োজন করতে পারছে না লঙ্কানরা। দেশটিতে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই যে এই অপারগতা, তা বলাই বাহুল্য।

চলতি বছরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে হওয়ায় এবারের এশিয়া কাপও হওয়ার কথা টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা এই টুর্নামেন্ট।

উল্লেখ্য, এশিয়ান শ্রেষ্ঠত্বের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সেবার বাংলাদেশকে ফাইনালে হারিয়ে শিরোপা জেতে রোহিত শর্মার দল। এর আগে ২০১৬ সালের আসরেও ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবারও ভারতের কাছে হেরেই শিরোপার স্বপ্ন ভেঙে গিয়েছিল বাংলাদেশের। শেষ চার আসরের তিন বারই ফাইনাল খেলেছে বাংলাদেশ, যদিও শিরোপার দেখা পায়নি এক বারও।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন