চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যানপুর বিজিবি ৩নং গেইট এলাকায় ট্রাক চাপায়আশরাফুল হক (৫৬) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবারদুপুর ২টার দিকে দূর্ঘটনাটি ঘটে। তিনি কল্যানপুর ফকল্যান্ড মোড় এলাকারমৃত.হাবিবুর রহমানের ছেলে। চাঁপইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্তষ্টেশন অফিসার আব্দুল হামিদ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ী ফেরার পথেবিপরীতমুখী একটি ট্রাক পল্লী চিকিৎসক আশরাফুলের মোটরসাইকেলকে চাপাদেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন আশরাফুল। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রæততাঁকে উদ্ধার করে আ্যম্বুলেন্সে করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেচিকিৎসাশুরুর কিছুক্ষণের মধ্যেই মারা যান আশরাফুল। দূর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেলে সেটি আটক করা যায়নি। ###