জিবিনিউজ 24 ডেস্ক//
মাত্র ৮৯ বলে সেঞ্চুরি করে পন্ত হয়ে গেছেন ইতিহাসে অংশ, টেস্টে উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তার নামে। এর মাধ্যমে ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে করা ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৯৩ বলে সেঞ্চুরির রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন তিনি।
দিনের শেষভাগে পার্ট-টাইম স্পিনার জো রুটের বলে উইকেট খোয়ানোর আগে ১১১ বলে ১৪৬ রানের ঐতিহাসিক এক ইনিংস খেলেছেন পন্ত। তার ফেরা কিছুক্ষণের মধ্যেই সাজঘরের পথ ধরেছিলেন নতুন ক্রিজে আসা শার্দুল ঠাকুর (১)। তবে সঙ্গী হারালেও দিন শেষেও অন্য প্রান্ত অবিচল জাদেজা (৮৩*)। ৭ উইকেট ৩৩৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ভারত।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন, আর দুটি উইকেট জুটেছে পটসের ভাগ্যে। একটি করে উইকেট পেয়েছেন সাবেক অধিনায়ক রুট এবং বর্তমান অধিনায়ক স্টোকস।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন