সংবাদপত্রে প্রকাশিত খবরে অবগত হয়ে জনদুর্ভোগ লাঘব করলেন জেলা প্রশাসক 

জিবি নিউজ ডেস্ক ।।

মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারেন যে, পুরোনো নলকূপে সরবরাহ কম থাকার কারণে কুলাউড়া জংশন রেলস্টেশনের কোয়ার্টারসহ আশেপাশের এলাকাগুলোতে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই জংশনের সাথে সংশ্লিষ্ট লোকজনের দুর্ভোগ সম্পর্কে অবগত হয়ে সম্মানিত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এ বিষয়টি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেন এবং  গতকাল ২৯/০৯/২০২০ তারিখ জেলা প্রশাসক তাঁর কুলাউড়া উপজেলা সফরকালে কুলাউড়া জংশনে একটি গভীর নলকূপ স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া পৌরসভার মেয়র, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এবং কুলাউড়া জংশনে কর্মরত বাংলাদেশ রেলওয়ে এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া, গতকাল জেলা প্রশাসক তাঁর কুলাউড়া উপজেলা সফরকালে রুটিন পরিদর্শন এবং বিভিন্ন ধরনের উদ্ভাবনী ও উন্নয়নমূলক নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।  সেই কর্মসূচিগুলো হলঃ

* কুলাউড়া থানা পরিদর্শন 
* উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন 
* কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা
* ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য উপকরণ ও বাইসাইকেল বিতরণ
* বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ 
* ভূমিহীনদের মাঝে জমির কবুলিয়ত হস্তান্তর 
* উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃদুগ্ধ কর্নার উদ্বোধন
* কুলাউড়া পৌরসভা পরিদর্শন 
* আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও  শেখ রাসেল মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন