জুড়ীতে ইয়াবাসহ আটক-৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইয়াবাসহ চার মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব বোয়াল বাড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন,সুমন মিয়া (২৪),মাসুক আহম্মদ (২৩),গৌছ মিয়া (৩০) শহিদুর রহমান (৩৪) তাদের বাড়ি জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
জুড়ী থানার এসআই খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিতিত্তে বোয়ল বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
তিনি আরো জানান, তারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।