জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রথম নবীনগর গার্লস স্কুল ও সলিমগঞ্জ কলেজ

সাকী আক্তার: নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \
শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করবেএশোগানে সরকার কর্তৃক নির্দেশিত সারাদেশের ন্যায়গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নবীনগরইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শুদ্ধভাবে জাতীয়সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।স্কুল পর্যায়ে ১ম স্থান অধিকার করে নবীনগর ইচ্ছাময়ী পাইলটউচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকার করেসলিমগঞ্জ ডিগ্রী কলেজ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তামোকাররম হোসেন, প্রধান শিক্ষক কাওসার বেগম।বিচারকের দায়িত্বে ছিলেন, একাডেমিক সুপারভাইজার ইতিবেগম, উপঃ শিল্পকলা একাডেমির সহ-সভাপতি হেলাল উদ্দিনভুইয়া,সদস্য সহকারী অধ্যাপক শুক্লা রানী ভট্টাচার্য্য,ম্যাডাম,আ,ন,ম, আজিজুর রহমান।এছাড়া বিভিন্ন বিদ্যালয় ওকলেজ থেকে আগত শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত
ছিলেন।