প্রস্তুতি ম্যাচে ১০৯ রানের লিড বাংলাদেশের

জিবিনিউজ 24 ডেস্ক//

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিন শেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের চেয়ে ১০৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ। ক্যারিবীয়দের হাতে অবশ্য আরো ৬ উইকেট আছে।

বাংলাদেশের ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ।

 

শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগেনারাইন চন্দরপল প্রস্তুতি ম্যাচে খেলছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের ওপেনার হিসেবে। ১১৭ বলে আটটি চার ও একটি ছয়ে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি।

অপর ওপেনার সলোজানো অপরাজিত আছেন ১৭৪ বলে ৮৩ রান করে। ইয়ানিক কারিয়াহ অপরাজিত ২১ রানে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার এবাদত হোসেন। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

এর আগে, বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৩১০ রানে। তামিম ইকবাল খেলেন অপরাজিত ১৬২ রানের ইনিংস।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন