সাদুল্যাপুরের আলোচিত ধর্ষক টঙ্গী থেকে আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা
গাইবান্ধার সাদ্যুাপুর উপজেলার বহুলআলোচিত নলডাঙ্গা খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রীকেগণধর্ষন মামলার অন্যতম আসামী রুবেল টঙ্গী থেকে আটক পুলিশ।গত রাতসাড়ে ৯ টার সময় গাজীপুর জেলার টঙ্গী ষ্টেশন রোড গাজীবাড়ীপুকুরপাড় কবরস্থান সংলগ্ন নুরু মহাজনের গ্যারেজ থেকে তাকে আটককরে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা ওই নরপশুকে উক্তম মধ্যম দিয়েটঙ্গী থানায় সোপর্দ করে। আটক রুবেল সাদুল্যাপুর উপজেলার পশ্চিমখামার দশলিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।সাদুল্যাপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবির আটকের বিষয়টিনিশ্চিত করে বলেন, আটককৃত রুবেল ওই মামলার একজন অন্যতম আসামী।সে ঘটনার পর থেকেই পলাতক ছিল।