সাতক্ষীরায় নাশকতা এড়াতে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৭ কর্মীসহ আটক ৪০

সাতক্ষীরা প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায় পরবর্তী নাশকতা এড়াতেসাতক্ষীরা জেলার আটটি থানা থেকে বিএনপি-জামায়াতের ৭ জন কর্মীসহ৪০ জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানেঅভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বিভিন্ন অভিযোগে ৪টিমামলা দায়ের করা হয়েছে।আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা ৪জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৪ জন,শ্যামনগর থানা ৭ জন,আশাশুনিথানা ৪ জন,দেবহাটা থানা ৭ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকেআটক করা হয়েছে।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান আটকের
বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহবিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।