জিবিনিউজ 24 ডেস্ক//
ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেন স্টোকস।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ ঘোষণা দেয়।
এ বিষয়ে বেন স্টোকস বলেন, ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। জো রুট ইংলিশ ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি ড্রেসিংরুমে একজন নেতা হিসাবে আমার বিকাশের একটি বিশাল অংশ ছিলেন। আমার বিশ্বাস নতুন এ ভূমিকায় তিনি আমার মূল সহযোগী হবেন।
৩০ বছর বয়সী অলরাউন্ডার স্টোকস ৭৯ টেস্টে পাঁচ হাজার রান করেছেন, নিয়েছেন ১৭৪ উইকেট। এর আগে দুই দফায় ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছেন। ২০১৩ সালের ডিসেম্বরে ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক হয় বেন স্টোকসের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন