কমলা হ্যারিস ও জাকারবার্গের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ যুক্তরাষ্ট্র ও কানাডার আরো বেশ কজন বিশিষ্ট নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। ইউক্রেন প্রশ্নে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাল্টা হিসেবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা আরোপ করে।

 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমেরিকার ২৯ এবং কানাডার ৬১ নাগরিকে রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছে উভয় দেশের প্রতিরক্ষা কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সাংবাদিকরা। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পেন্টাগন মুখপাত্র জন কিরবি ও ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকস।

কানাডার নাগরিকদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর যোগাযোগ বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ক্যামেরন আহমেদ ও কানাডার স্পেশাল অপারেশনস ফোর্সেস কমান্ডার স্টিভ বইভিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই দুই দেশের রাশিয়াবিদ্বেষী নীতিমালা প্রণয়নে জড়িত লোকজনদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে রাশিয়া ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করে, যা জাকারবার্গের মেটা সাম্রাজ্যের অংশ। মস্কো এ দুই সামাজিক যোগাযোগ মাধ্যমকে চরমপন্থী সংস্থা হিসেবে অভিহিত করেছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন