শপথ নিলেন ঘুড়িদহ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ||
গাইবান্ধা জেলার সাঘাটাউপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সাধারন মেম্বার ওসংরক্ষিত মহিলা মেম্বারগণ আজ বুধবার বিকালে উপজেলা নিবার্হীকর্মকর্তার কার্যালয়ে শপথ গ্রহন করেছেন। শপথ বাক্য পাঠ করানসাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার ঘোষ।এসময় পদুম শহর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন, হলদিয়াইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ও ঘুড়িদহ ইউপি সচিব রওশন আলমউপস্থিত ছিলেন। এর আগে সকালে গাইবান্ধা জেলা প্রশাসকেরকার্যালয়ে শপথ গ্রহন করেন ঘুুড়িদহ ইউপির নবনির্বাচিত
চেয়ারম্যান আবুল কালাম আজাদ।উল্লেখ্য দীর্ঘ ১৪ বছর পর গত ২৮ ডিসেম্বর/১৭ তারিখে উক্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়।