বিশ্বনাথে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু

সিলেটের বিশ্বনাথ থানায় দায়িত্ব পালনকালে আব্দুল হক নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে তার মৃত্যু ঘটে।
আব্দুল হক বুধবার মধ্যরাতে থানা কম্পাউন্ডে কর্মরত ছিলেন। এসময় হঠাৎ তিনি মাটিতে লুটে পড়লে সহকর্মীরা তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আব্দুল হক।