বিএনপি নেতা নজরুল গ্রেফতার

ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
এদিকে বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বনানীর বাসায় তল্লাশি চালানো হয়েছে।প্রসঙ্গত, খালেদা জিয়ার মামলার রায় নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের বিভিন্ন জায়গায় নৌপথ, রেলস্টেশন এবং বাস টার্মিনালেও তল্লাশি চলছে।