অবশেষে আলাদা হলো জোড়া শিশু লাবিবা-লামিসা

জিবিনিউজ24ডেস্ক//

অবশেষে জোড়া শিশু লাবিবা-লামিসাকে সফলভাবে আলাদা করা সম্ভব হয়েছে। দুজনেরই জ্ঞান ফিরেছে।

রোববার (২১ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের পৃথক করা হয়।

 

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে লাবিবা-লামিসাকে ঢামেকের নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

হাসপাতালের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজলের তত্ত্বাবধানে জোড়া শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হয়। সঙ্গে ছিলেন নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকারসহ আরো কয়েকজন চিকিৎসক।

২০১৯ সালের ১৫ এপ্রিল নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপাড়া গ্রামের নির্মাণ শ্রমিক মো. লালমিয়া ও মনুফা আক্তার দম্পতির ঘরে জোড়া শিশু দুটির জন্ম হয়।

জন্মের নয়দিন পর ঢামেক হাসপাতালে শিশু দুটিকে নিয়ে এসেছিল তাদের পরিবার। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শে শিশু দুটির চিকিৎসা চলছিল।

গত ২৮ নভেম্বর ঢামেকের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয় তাদের। সেই থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে আড়াই বছরের লাবিবা ও লামিসা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন