চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শ্যামপুর চামাবাজার এলাকায় গত সোমবার রাতডাকাতি প্রস্ততিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের আরও ১০/১২জন সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের নিকট ১টি খেলনা পিস্তল, ১টহাসুয়া ও ১টি ধারাল অস্ত্র পাওয়া যায়। এঘটনায় মঙ্গলবার শিবগঞ্জ থানায়ডাকাতি প্রস্তুতি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে চাঁপাইনবাবগঞ্জআদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলারশাহবাজপুর ইউনিয়নের নামোধোবড়া গ্রামের আব্দুস সালামের ছেলে
ইসতিয়াক আহমেদ (২২), কুতুব উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম (১৯), রবুর ছেলেইব্রাহিম আলী (১৯),দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর গ্রামের তৈমুর রহমানেরছেলে সাদ্দাম হোসেন (২৩), আজমল হকের ছেলে শামিউল ইসলাম (২২) ও শিয়ালমারাগ্রামের এজাবুল হকের ছেলে রুবেল আলী (২২)। শিবগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) জুলহাস উদ্দিন জানান, সোমবার রাত পৌনে ১১টার দিকে চামাবাজার
এলাকায় ডাকাতি প্রস্তুতি নেয় ১৬/১৭ জন যুবক। স্থানীয়দের সন্দেহ হলে তারাপুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ৬ জনকে গ্রেপ্তার করে।