কিংবদন্তির বিপ্লবী নেত্রী ‘ইলা মিত্র’ প্রতিষ্ঠিত কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বাল্য বিয়ে বিরোধী নাটিকা

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
তেভাগা কৃষক আন্দোলনের কিংবদন্তির বিপ্লবী নেত্রী ইলা মিত্র প্রতিষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়েরএসএসসি পরীক্ষার্থীদের বিদায়,ষষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রীদের বরণ ও বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবারসকালে আয়োজিত অনুষ্ঠানে বাল্যবিয়ে বিরোধী নাটিকা প্রদর্শিত হয়।এছাড়াও অনুষ্ঠানে আলোচনা, নাচ-গান ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদানকরা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেসবাহুর রহমান খশরুমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান শিক্ষক দাউদ আলী, জেলাপরিষদ সদস্য আবুল বাশার, এলাকার শিক্ষানুরাগী শফিকুল ইসলাম, বিদায়ীপরীক্ষার্থী তাওরাত ইসলাম, ছাত্রী শাহীদা খাতুন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনাকরেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মারিনা শিরিন। অনুষ্ঠানেজেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়াপ্রাথমিক সমাপনি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারকপ্রদান করেন বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে ঘুরে বিদ্যাদানকারী অবসরপ্রাপ্তশিক্ষক তরিকুল আলম।