জিবি নিউজ 24 ডেস্ক //
ইউক্রেনে হামলার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে আগামী বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে গেলো দেশটির। সোমবার রাতে যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেয় ফুটবল বিশ্বের প্রভাবশালী সংগঠন দুটি।
এমনকি রাশিয়ার কোনও ক্লাবও ফিফা বা উয়েফার কোনও টুর্নামেন্টে খেলতে পারবে না। এছাড়া রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে আকর্ষণীয় স্পন্সর চুক্তিও বাতিল করেছে উয়েফা।
এই নিষেধাজ্ঞার ফলে চলতি মাসে পোল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য সেমিফাইনালের প্লে অফ ম্যাচ খেলতে পারবে না রাশিয়া।
ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি রাশিয়ার জাতীয় দল কিংবা ক্লাব পর্যায়ের যে কোনও টিম ফিফা ও উয়েফার কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইউক্রেনের সঙ্গে আছে সমগ্র ফুটবল বিশ্ব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন