সিলেটে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ঃ
সিলেটে আদালত চত্বরে পেশাগত দায়িত্বপালনকালে দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসান ও যমুনা েিটলিভেশনে ক্যামেরাপার্সন নিরানন্দ পালেরউপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জে বিশাল মানববন্ধন ওপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পৌর সদরেরচৌমূহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবসভাপতি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের উপজেলাপ্রতিনিধি হারিছ আলীর পরিচালনায় মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্যরাখেন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমানচৌধুরী, দৈনিক সিলেট সুরমার প্রতিনিধি গোলাম দস্তগীর খান ছামিন,গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, দৈনিকসিলেটের মানচিত্র প্রতিনিধি খালেদ হোসেন, সাংবাদিক কল্যাণ সমিতিরসাধারণ সম্পাদক খন্দকার বদরুল আলম, সিএনএন বিডি টিভি’র প্রতিনিধিসাংবাদিক শফিক উদ্দিন আহমদ, দৈনিক ডেসটিনি’র প্রতিনিধি রুবেলআহমদ, সাংবাদিক আব্দুল আজিজ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ফাহাদআহমদ, রফিক আহমদ, জাবেদ আহমদ, জয় রায় হিমেল, ফয়ছল আহমদ, এস ইউ শিপলু,জাহেদুল ইসলাম ও জুবের আহমদ। বক্তারা বলেন, সিলেটের আদালতে প্রাঙ্গনে পেশাগতদায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে তা পূর্ব পরিকল্পিত।হামলায় জড়িত ক্ষমতাসীন দলের চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনেগ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বক্তারা।