আইপিএলে সাকিব দল না পাওয়ায় যা বললেন শিশির

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

আইপিএলের এবারের আসরে কোনো দলেই জায়গা পাননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুইবার নিলামে ডাকার পরও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। সেই আলোচনায় যোগ দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে শিশির বলেছেন, আইপিএল চলাকালে জাতীয় দলের খেলা থাকাতেই সাকিব দল পাননি।

 

আইপিএল চলাকালে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। এর মধ্যে চারটি টেস্ট ম্যাচ রয়েছে। আগে জানা গিয়েছিল, আইপিএল খেলার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নাও খেলতে পারেন সাকিব। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবেন। শিশিরের দাবি, সাকিবকে পুরো মৌসুম পাওয়া যাবে না বলেই কোনো দল তাকে নেয়নি।

শিশির বলেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে শুনুন, নিলামের আগেই একাধিক দল তার (সাকিব) সঙ্গে যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল, সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। তবে দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরো মৌসুম আইপিএল খেলতে পারবে না! এ কারণেই সে দল পায়নি। এখানে আহামরি কোনো বিষয় নেই।’

তিনি আরও বলেন, ‘তবে এটা কোনো সমাপ্তি নয়, আগামী বছর বলে একটা ব্যাপার আছে! দল পেতে হলে তাকে শ্রীলঙ্কা সিরিজ হাতছাড়া করতে হতো। তাই দল পেলেও কি আপনারা এখনকার মত কথা বলতেন? না কি এতক্ষণে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের বিচার-বিশ্লেষণে পানি দিলাম বলে দুঃখিত!’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন