চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভোলামারী গ্রামের একটি বাড়ি থেকে গত বুধবার সন্ধ্যায় আড়াই কেজি গাঁজাসহ সোলেনুর বেগম (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনি ওই ইউনিয়নের বালিয়াদীঘি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল জানান, গাঁজা মজুদ করে বিক্রয়ের গোপন খবরে সন্ধ্যা পৌনে ৭টায় ভোলামারী গ্রামে তোজাম্মেল হক তজুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি হতে আড়াই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সোলেনুর বেগমকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে বাড়ির মালিকসহ অনান্যরা সটকে পড়ে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান উপপরিদর্শক রসুল। গ্রেপ্তারকৃতকে
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।