Bangla Newspaper

ফেসবুক টুইটারে আস্থা হারাচ্ছে ব্রিটিশরা

155

জিবিনিউজ ডেস্ক //

সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং টুইটার এর ওপর আস্থা হারাচ্ছে ব্রিটিশরা। ৬৪ ভাগ ব্রিটিশ মনে করে, ফেসবুক এবং টুইটার যথাযথভাবে পরিচালিত হচ্ছে না।

৬৩ ভাগ মনে করে, এই দুই সোশ্যাল মিডিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। জরিপকারী সংস্থা এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটারের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। অর্ধেকের বেশি মানুষ মনে করে, ফেসবুক এবং টুইটার মানুষের একাকীত্বের সুযোগ নিচ্ছে।
আবার ৬২ ভাগ ব্রিটিশ বলছে, মিডিয়া দুটি মানুষের অনুমতি না নিয়ে তাদের তথ্য ব্যবহার করে। প্রতি দশজনে সাতজন মনে করে, অবৈধ, অনৈতিক আচরণ এবং চরমপন্থা দমনে যথেষ্ট পদক্ষেপ নেয় না ফেসবুক ও টুইটার। এক তৃতীয়াংশের মতে, সমাজের মঙ্গলের জন্য এই দুই সোশ্যাল মিডিয়ার প্রয়োজন নে
Comments
Loading...