জিবি নিউজ 24 ডেস্ক //
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসের পাতায় নাম লিখলেন অস্ট্রেলিয়ান অ্যাশলে বার্টি। রোড লেভার এরিনাতে সরাসরি সেটে আমেরিকান ড্যানিয়েল কলিন্সকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেন তিনি।
এর সাথে দীর্ঘ ৪৪ বছর পর নারী এককে কোনো অস্ট্রেলিয়ান এ শিরোপা জিতলেন। ম্যাচটিতে কলিন্সকে ৬-৩, ৭-৬ (৭-২) সেটে হারিয়েছেন বার্টি।
অস্ট্রেলিয়ান টেনিস কোচ জেলেনা ডোকিচ বার্টির জয়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘সত্যিই অবিশ্বাস্য। সবাই আবেগাপ্লুত হয়ে যাচ্ছে। শৈশব থেকেই বার্টির স্বপ্ন ছিল অস্ট্রেলিয়ান ওপেন জেতা। ৪৪ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান নারী খেলোয়াড় হিসেবে সে এটা করে দেখাল। অসাধারণ।’
অস্ট্রেলিয়ান ওপেনসহ নারী এককে মোট তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন অ্যাশলে বার্টি। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০২০ সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপস জিতেছিলেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন