মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আব্দুল জব্বার এম পি স্মরণে ইউকে বিডি টিভিতে ভার্চ্যুয়াল আলোচনা অনুষ্টিত

তাঁর আদর্শের অনুকরণে জনসেবায় ভুমিকা রাখার আহ্বান।  ছায়ফুল আলম লেমন : জাতির জনক বঙ্গবন্ধুর স্নেহধন্য, মৌলভীবাজার জেলার কুলাউড়ার সাবেক এমপি মুক্তিযুদ্ধের সংগঠক, কেন্দ্রীয় কৃষক লীগ এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুলাউড়া আওয়ামীলীগের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক একুশে পদকে (মরণোত্তর) ভূষিত মরহুম আব্দুল জব্বারের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ইউ কে বিডি টিভির ভার্চুয়াল স্মৃতিচারণ মুলক অনুষ্টান স্মৃতির মনিকোটায় জননেতা আব্দুল জব্বার অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা মোহাম্মদ  ফিরোজ আহমদ এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট কমিউনিটি লিডার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় ,এবং ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর ও যুক্তরাজ্য যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি খায়রুল আলম লিংকন এর ব্যবস্খাপনায় অনুষ্ঠিত ভার্চ্যুয়াল স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী ও মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা জননেতা সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা এম এ রহিম সি আই পি, মরহুমের পুত্র কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক কামরুল ইসলাম, ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।। প্রধান ও বিশেষ অতিথি সহ সকল বক্তাগন বলেন আওয়ামী লীগ সঙ্কটময় মুহূর্তে সাধারণ মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করে উল্লেখ করে বলেন অন্য কোনো দল ক্ষমতায় থাকলে তারা কখনই এভাবে সন্কট সামাল দিতে পারতো না। এর পরিবর্তে, তারা এ সঙ্কটকে পুঁজি করে কিছু সুযোগ-সুবিধা অর্জনের চেষ্টা করত। কিন্তু বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম করছে পরিস্থিতি মোকাবেলার জন্য।এটিই আওয়ামী লীগের নীতি।মরহুম আব্দুল জব্বার ছিলেন মানবতার বন্ধু ও ন্যায় পরায়ন সমাজ সেবক। জব্বার একজন ব্যক্তিক্রমধর্মী রাজনীতিবিদ ও এক বিরল ব্যক্তিত্বের অধিকারী। মাটি ও অবহেলিত মানুষের সাথে ছিল তাঁর নিবিড় সম্পর্ক। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবন ছিল বর্নাঢ্যময় ও অহংকার করার মতো। তাঁর ব্যক্তিত্ব, প্রজ্ঞা, সততা, দক্ষতা, দলের প্রতি আনুগত্য, নেতৃত্বের প্রতি অবিচল আস্থা, কর্মীর প্রতি স্নেহপ্রবণতা ও দেশপ্রেম-বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা সকলকে অনুপ্রাণিত করে। বক্তাগন তাঁর আদর্শের অনুকরণে জনসেবায় ভুমিকা রাখার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন