পলাশবাড়ীর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহন

gbn

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ তৃতীয় ধাপের তফসিলভুক্ত গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ৩০ ডিসেম্বর সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ ও গাইবান্ধা জেলা সদর উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করান গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন। এসময় নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার গাইবান্ধার উপ-পরিচালক (উপসচিব) রোখছানা বেগম। 

 

অপরদিকে, এদিন বিকেলে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ৬টি ইউনিয়নের ৭২ জন নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। এসময় নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলতাব হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহাতাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মাসুদ রানাসহ অন্যান্যরা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন