টাইগারদের ব্যাটিং কোচ হয়ে ফিরছেন জেমি সিডন্স

জিবি নিউজ 24 ডেস্ক //

জেমি সিডন্স বাংলাদেশে ফিরছেন। জাতীয় দলের সাবেক এ প্রধান কোচ এবার টাইগারদের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি অ্যাশওয়েল প্রিন্সের জায়গায় স্থলাভিষিক্ত হবেন। তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার বিসিবির বোর্ড সভার পর নাজমুল হাসান পাপন বলেন, ‘জেমি সিডন্সকে আমরা নিয়োগ দিয়েছি ব্যাটিং পরামর্শক হিসেবে। কোথায় কি করবে সেটা এখনো ফাইনাল হয়নি। তবে ফেব্রুয়ারিতে কাজ শুরু করবেন তিনি।’

 

৫৭ বছর বয়সী সিডন্স প্রায় চার বছর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ২০০৭ সালের অক্টোবর থেকে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের প্রধান কোচ ছিলেন এই অস্ট্রেলিয়ান।

অস্ট্রেলিয়ার হয়ে একটি ওয়ানডে খেলা সিডন্স ১৬০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। লিস্ট এ ম্যাচ খেলেছেন ৭০টি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন