নিউজিল্যান্ডে ফের কোয়ারেন্টিনে মুমিনুলরা

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

নিউজিল্যান্ডে ফের কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন টাইগারদের টিমস অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল।

তিনি জানান, বাংলাদেশ দলের কয়েকজন সদস্যের কোয়ারান্টিনের মধ্যে থেকে জিম করার পাশাপাশি মাঠে অনুশীলনের অনুমতি ছিলো। কিন্তু এবার সেটাও বাতিল করা হলো। যদিও বিরূপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার অনুশীলন করতেই পারেননি ওই ক্রিকেটাররা।

 

নাফিস ইকবাল আরো জানান, অনুশীলন বন্ধ করার সিদ্ধান্ত সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসেছে।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা তিনটি কোভিড পরীক্ষা করিয়েছি। এরপর আরো একটি পরীক্ষা বাকি রয়ে গেছে। শেষ পরীক্ষায় নেগেটিভ হলে আমরা পুরোপুরি মুক্ত হয়ে যেতাম। '

জাতীয় দলের সাবেক এই বাঁহাতি ওপেনার আরো বলেন, নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম থাকলেও সফরের কিছুদিন আগে সমঝোতার মাধ্যমে তা সাত দিনে নামিয়ে আনা হয়। যদিও এর সঙ্গে হোটেলে ৩ দিন (কোয়ারেন্টিন) মিলিয়ে ১০ দিন ছিলো। হোটেলে থাকার ৩ দিন অনুশীলন করা যাবে। তবে হোটেলে ফিরে আবার আইসোলেশনে থাকতে হবে। এখন হয়তো এমকিউইর অধীনে ১০ দিন থাকতে হতে পারে। ফলে কালকের যে অনুশীলনের অনুমতি ছিলো, তা বাতিল হয়ে গেলো।

এর আগে যে ফ্লাইটে ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল, তাতে একজন যাত্রী করোনা পজিটিভ হন। সেই যাত্রীর পাশে থাকা সবার জন্যই আইসোলেশনের মেয়াদ বাড়ানো হয়। তাদের মধ্যে আছেন বাংলাদেশ দলের মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলীরা। তারা সোমবার করোনা পরীক্ষায় উতরানোর শর্তে ছাড়া পাবেন।

বাংলাদেশ দলের কোনো খেলোয়াড় করোনা পরীক্ষায় পজিটিভ না হলেও দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা কোভিডে আক্রান্ত হয়েছেন। নাফিস জানালেন, লঙ্কান স্পিন কিংবদন্তিও ধীরে ধীরে সেরে উঠছেন।

এবারের নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ শুরু হবে ১ জানুয়ারি থেকে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন