শূন্য রানের লজ্জার রেকর্ড বিরাট কোহলির

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

শূন্য রানের লজ্জার রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার (৩ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন তিনি। আজাজ প্যাটেলের বলে শূন্য করে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি। আর তাতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমন এক রেকর্ড গড়েন, যা হয়তো তিনি মনে রাখতে চাইবেন না। ভারতের অধিনায়ক হিসেবে এই প্রথম কেউ ১০ বার শূন্য রানে আউট হলেন।

এদিন চার বল খেলেও কোননো রান করতে পারলেন না। আম্পায়ারের সিদ্ধান্তে রিভিও নিয়েও লাভ হয়নি।

 

ভারত অধিনায়কদের মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। টেস্টে নেতৃত্ব দিতে নেমে ধোনি মোট ৮ বার খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।

শুধু তাই নয়, ভারত অধিনায়ক হিসেবে দেশের মাঠে টেস্টে সব থেকে বেশি ৬ বার শূন্য রানে আউট হলেন বিরাট, এটিও একটি রেকর্ড। এতে তিনি টপকে গেলেন মনসুর আলি খান পতৌদিকে। নবাব পতৌদি নিজের দেশে টেস্ট ক্যাপ্টেন হিসেবে মোট ৫ বার শূন্য রানে আউট হয়েছে। সেদিক থেকে নবাবকে লজ্জার নজির থেকে কোহলি মুক্তি দিলেন বলা যায়।

ক্যারিয়ারে এক বছরে কখনো দুবারের বেশি শূন্য রানে আউট হননি টেস্টে। সেই কোহলি আজ বছরের চতুর্থ 'ডাক' উপহার পেলেন। এই শূন্যে এ বছর ১৬ ইনিংসে ৪৪৭ রান করা কোহলির গড় ২৭.৯৩-এ নেমে এল। অভিষেকের পর কোনো বছরে অন্তত ১০ ইনিংস খেলে এত কম গড়ে রান নেননি কোহলি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন