পলাশবাড়ীর ইউপি নির্বাচনে ৬ ইউনিয়নের সমানে সমান

gbn

আশরাফুল ইসলাম গাইবান্ধা :
শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ ভোট যুদ্ধের হলো শেষ মিললো নির্বাচনী ফলাফল। ৩ য় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নে ভোট গ্রহন শেষে ফলাফল পাওয়া যায়। নির্বাচনে ৬ টি ইউনিয়নের ২ টিতে নৌকা,২ টিতে লাঙ্গল ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে ফলাফল পেয়েছেন প্রার্থীরা।
 
এ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলো উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তৌফিকুল আমিন মন্ডল টিটু তিনি জাতীয়পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকে ৩ হাজার ৯ শত ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আওয়ামীলীগের একেএম আহমেদুল কবির রাঙ্গা নৌকা পেয়েছেন ৩ হাজার ৭ শত ২৩ ভোট। ৫ নং মহদীপুর ইউনিয়নে আওয়ামীলীগের মো. তৌহিদুল ইসলাম মন্ডল তিনি নৌকা প্রতিকে ৬ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী ইমরুল কবীর চৌধুরী চপল (আনারস) মার্কায় পেয়েছেন ৪ হাজার ৩ শত ৬৩ ভোট। ৬ নং বেতকাপা ইউনিয়নে জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তা (লাঙ্গল) প্রতিকে ৫ হাজার ৩ শত ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান সৈকত (মোটরসাইকেল) প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৯৭ ভোট।৭ নং পবনাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাহাবুবুর রহমান তিনি মোটরসাইকেল প্রতিকে ৩ হাজার ৪ শত ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে শাহিন খন্দকার পেয়েছেন ২ হাজার ৭ শত ১১ ভোট। ৮ নং মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল ওহাব প্রধান রিপন (নৌকা) প্রতিকে ৬ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে জাতীয় পার্টি মো. আব্দুল মাজেদ মিয়া (লাঙ্গল) প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৯ শত ৪৬ ভোট। ৯ নং হরিনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মো. কবীর হোসাইন জাহাঙ্গীর ৩ হাজার ৬ শত ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন মেজবাউর রহমান চশমা প্রতিকে পেয়েছেন ২ হাজার ৯ শত ৪৩ ভোট।

উল্লেখ্য,২৮ নভেম্বর রোববার পলাশবাডীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য এবং শান্তিপুর্ন ভাবে পরিচালনার লক্ষ্যে সঠিকভাবে দায়িত্ব পালন  করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যগণসহ অন্যান্যরা। নির্বাচনে ৬০ টি ভোট কেন্দ্রে ৩ শত ৬৩ টি কক্ষে ভোট গ্রহন হয় । সকাল ৮ হতে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। স্ব স্ব কেন্দ্র ভোট গণনা শেষে পাওয়া যায় নির্বাচনে ফলাফল।এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৬’শ ৪৭ জন। এর মধ্যে পুরুষ ৬১ হাজার ১৮জন ও মহিলা ৬৪ হাজার ৬’শ ২৯জন। ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ জনসহ মোট ৩৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য ১০২ জন ও সাধারণ সদস্য ২০৪ জন প্রার্থী ছিলেন।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন