গত চার বছরের মধ্যে ওয়াশিংটন ডিসিতে ইঁদুরের উত্পাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইঁদুর নিয়ে সাধারণ মানুষ বেশ অতিষ্ঠ। ইঁদুর কাণ্ডে খোদ মেয়র পর্যন্ত বিব্রত। বিষয়টি নিয়ে বেশ কয়েক দফা বিভিন্ন দফতরের কর্তাদের সাথে বৈঠকও করেছেন মেয়র মুরেল বাউজার।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইঁদুর নিয়ন্ত্রণ বিভাগের প্রোগ্রাম ম্যানেজারকে সাথে নিয়ে ইঁদুরের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। ইঁদুর মারার কার্যকরী কৌশল হিসেবে তিনি মেয়রকে ‘শুষ্ক বরফ’ থেরাপি প্রয়োগের বুদ্ধি দেন। মূলত কার্বন-ডাই-অক্সাইডকে বরফীভূত করলে তৈরি হয় ড্রাই আইস।
শহরের ইঁদুর প্রবণ এলাকার গর্তগুলোতে ড্রাই আইস ছিটানোর ব্যবস্থা করবে কর্পোরেশন। সাধারণ মানুষও নিজ উদ্যোগে ড্রাই আইস ব্যবহার করার প্রত্যয় ব্যক্ত করেছে। এর জন্য সাধারণ জনগণকে ড্রাই আইস ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন করতে কাজ করবে মেয়র অফিস।
ইঁদুরের বিরুদ্ধে মেয়রের এই যুদ্ধে তিনি পাশে পাচ্ছেন এনার্জি এবং পরিবেশ বিষয়ক বিভাগের পরিচালক টমি ওয়েলসকে। তিনি বলেন, ইঁদুর মারার জন্য ড্রাই আইস খুব ভালো উপায়। এটা তুলনামূলক মানবিক, সস্তা এবং প্রাণীদের জন্য বন্ধুত্বপূর্ণ