নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ

জিবি নিউজ 24 ডেস্ক //

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশের ক্রিকেটাররা। শুক্রবার আগামী মৌসুমের সূচি প্রকাশ করেছে এনজেডসি। যেখানে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের তালিকা দিয়েছে তারা। আইসিসির ভবিষ্যত সূচি (এফটিপি) অনুযায়ী দুই টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের।

 

টেস্টের সূচি দিলেও টি-টোয়েন্টি সিরিজকে তালিকায় রাখা হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘এটা ওরাই ভুল করেছে, আইসিসি ভুল করেছে। দুটি টেস্টই শুধু ছিল, কোনো টি-টোয়েন্টি ছিল না। আমাদের সঙ্গে নিউ জিল্যান্ডের আলোচনায় বরাবরই দুটি টেস্টই ছিল। টি-টোয়েন্টির আলোচনা কখনো ছিলই না।’

২০২২ সালের ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি। এর আগে অবশ্য বরাবরের মতো ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে। এরপরই দলগত অনুশীলনের সুযোগ পাবে সাকিব আল হাসান-মুমিনুল হকরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন