সুনামগঞ্জে মাদক ব্যবসায়ী ও চোরসহ ৫জন গ্রেফতার: গাঁজা, গরু ও প্রাইভেট কার উদ্ধার

gbn

মোজাম্মেল আলম ভূঁইয়া-

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে মাদক ব্যবসায়ী ও চোরসহ ৫জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাঁজার চালান, গরু ও প্রাইভেট কার। গ্রেফতারকৃতরা হলো- জেলার শান্তিগঞ্জ উপজেলার থলেরবন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন (৪৫), জামালগঞ্জ উপজেলার লম্বাবাগ গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে জহিরুল হক (৫৫), সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ওয়েজখালী গ্রামের ফিরোজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী আলাল মিয়া (৩৩), জগন্নাথপুর উপজেলার ইসলামপুর আলখানারপাড় এলাকার মৃত ছোয়াব উল্লার ছেলে আবু খালেদ (২৬) ও একই উপজেলার দিঘীরপাড় এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে সেলিম মিয়া (৩০)। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে পৃথক ভাবে আদালতের মাধ্যমে তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচাঁর করে দীর্ঘদিন যাবত জমজমাট বাণিজ্য করছিল মাদক ব্যবসায়ী আলাল মিয়া। এখবর পেয়ে গতকাল বুধবার রাতে জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২০কেজি ৪শ গ্রাম গাঁজার চালান ও ১টি প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী আলাল মিয়াকে গ্রেফতার করে র‌্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে জগন্নাথপুর থানায় হস্তান্তর করার পর পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। অপরদিকে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামী আবু খালেদ ও সেলিম মিয়াকে গ্রেফতার করে।
অন্যদিকে সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলার শরৎপুর গ্রামে চুরির ৪টি গরুসহ চোর আনোয়ার হোসেন ও জহিরুল হককে এলাকাবাসী আটক করে থানায় সোপর্দ করে। পরে গরুর মালিক শান্তিগঞ্জ উপজেলার খিদিরপুর গ্রামের স্কুল শিক্ষক সুলতান উদ্দিন থানায় এসে তার গরু চিহ্নিত করেন। এবং গ্রেফতারকৃত দুই চোরসহ আরো ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ও জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের পৃথক ঘটনায় ৫জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন