জিবি নিউজ 24 ডেস্ক //
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারোন ফিঞ্চ এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন পাকিস্তানকে।
সুপার টুয়েলভে ৫ ম্যাচের সবগুলো জিতেই সেমিতে উঠে এসেছে পাকিস্তান। অন্যদিকে অস্ট্রেলিয়া হেরেছে একটি ম্যাচে। কিন্তু সুপার টুয়েলভে কে কত ম্যাচ জিতেছে নাকি অপরাজিত থেকেছে, তা আর হিসেব হবে না সেমিফাইনালে। আজ যারা ভালো খেলবে, তাদেরই গলাতেই উঠবে জয়ের মালা।
এই ম্যাচে নিজেদের একাদশে পরিবর্তন আনেনি দুই দল। নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলা ১১ জনকে নিয়েই নামছে পাকিস্তান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেওয়া একাদশ নিয়েই খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফাখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন