জিবি নিউজ 24 ডেস্ক //
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। বুধবার (১০ নভেম্বর) আবুধাবিতে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
আবুধাবিতে চলতি বিশ্বকাপেই এর আগে অনুষ্ঠিত হয়েছে মোট ১৪টি ম্যাচ। এর মধ্যে ৯টিতেই জিতেছে প্রথম ফিল্ডিং করা দল। ৫টি জিতেছে প্রথম ব্যাট করা দল।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, ইয়ন মরগ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল সান্তনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন