র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মৌলভীবাজারে দুইজন নিহত

gbn

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

রোববার (৭নভেম্বর) ভোরে এ ঘটনাটি ঘটে।

র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বস দত্ত চাকমা জানান, ভোর রাতে শ্রীমঙ্গল মাইজদী পাহাড়ি এলাকায় টহল কালে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এসময় তাদের কোম্পানির তিন সদস্য আহত হন। গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন ।

লাশ দুটি শ্রীমঙ্গল থানায় একটি এম্বুলেন্সের ভিতরে রাখা হয়েছে।

 

শ্রীমঙ্গল থানার এস আই মোঃ জামাল জানান, আজ ভোরে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প থেকে লাশ দুটি রেখে গেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন