আগামীকাল ৩০ অক্টোবর "শেরে বাংলার কর্মময় জীবন"-শীর্ষক আলোচনা সভা

gbn


আগামীকাল ৩০ অক্টোবর, ২০২১ শনিবার বিকাল ৫টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউর মিলনায়তনে উপমহােশের আজাদী আন্দোলনের মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ "শেরে বাংলার কর্মময় জীবন"-শীর্ষক আলোচনা সভা, গুনিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট বুদ্ধিজীবী বিচারপতি এস এম মজিবুর রহমান, উদ্বোধন করবেন পুলিশের সাবেক আইজি এ কে এম শহিদুল হক, প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. কামালউদ্দিন আহম্মেদ, মুল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজনীতিক ও কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া, আলোচনায় অংশগ্রহন করবেন অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারন সম্পাদক লায়ন মজিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সদস্য ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, দেশবরেণ্য শিল্পী লালন কণ্যা ফরিদা পারভীন, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা চেয়ারম্যান আবু আদুল্লাহেল কাফী। স্বাগত বক্তব্য রাখবেন শেরে বাংলা গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

সংগঠনের মহাসচিব আর কে রিপন, অনুষ্ঠানের সমন্বয়কারী এ জে আলমগীর ও সাদিয়া রহমান সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন