লিটন কেন বাংলাদেশ দলে, জানতে চান ওয়াসিম আকরাম

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

দুটো সহজ ক্যাচ কিন্তু দুবারই লিটন দাস ক্যাচ মিস করেন। শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশও। লিটনের এই দুই ক্যাচ মিস নিয়ে স্বদেশিদের পাশাপাশি সমালোচনা করছেন কিংবদন্তি ক্রিকেটাররাও। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম তো লিটনের একাদশে থাকা নিয়েই প্রশ্ন তুললেন।

শারজায় সুপার টুয়েলভের ম্যাচে রোববার বাংলাদেশের দেওয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭৯ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। তখন উইকেটে আসেন ভানুকা রাজাপাকসে।

 

১২.৩ ওভারে ব্যক্তিগত ১৪ রানে আফিফকে স্লগ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলেছিলেন এই বাঁহাতি। পজিশন মতো দৌড়ে এসে লিটন সেই ক্যাচ ধরতে তো পারেনইনি, উল্টো চার বানিয়ে দিয়েছেন। ঠিক দুই ওভার পর (১৪.৩) ডিপ কাভারে বাঁহাতি সেট ব্যাটার চারিথ আসালাঙ্কাকেও (৬৩) জীবন দেন লিটন। লিটনের ‘উপহার’ কাজে লাগিয়ে দুই বাঁহাতি বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন।

ফিল্ডিংয়ের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে লিটনের ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী। প্রথমপর্বের প্রথম দুই ম্যাচে স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে ১০ রানের কোটাই পেরোতে পারেননি (৫ ও ৬)। শেষ ম্যাচে দুর্বল পাপুয়া নিউগিনির বিপক্ষে ২৯ করলেও সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি ওপেনার আউট হন ১৬ রানে।

‘এ স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে দুটো প্রসঙ্গ এক করে লিটনের ক্যাচ মিস নিয়ে সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম। ‘সুলতান অব সুইং’খ্যাত পাকিস্তানের কিংবদন্তি এই পেসার বলেছেন, ‘লিটনকে তো কোয়ালিফায়ার (প্রথম পর্ব) থেকেই ঘুমন্ত মনে হচ্ছে। কোয়ালিফাইং রাউন্ডে রান করতে পারেনি। ফিল্ডিংটাও ভালো করছে না। আমি জানি না কেন সে দলে আছে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন