উত্তম কুার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি ॥
নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যেগে "কৃষিই সমৃদ্ধি জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে" এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ পালন করা হয়েছে। ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা অজিত রঞ্জন দাশের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী হাসান সোহেল, কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আবু সফিয়ান প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবীগঞ্জ, হবিগঞ্জ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন