জিবি নিউজ 24 ডেস্ক //
বিসিবির পরিচালক পদে আবারো নির্বাচিত হয়েছেন খালেদ মাহমুদ সুজন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশের প্রথিতযশা কোচ নাজমুল আবেদিন ফাহিম।
এছাড়া সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও রাজশাহী বিভাগ থেকে নির্বাচন করে মাত্র ২ ভোট পেয়েছেন। এই দুই তারকা ব্যক্তিত্বের পরাজয়ের পেছনে প্রস্তুতির ঘাটতিকে দায়ী করেছেন টানা চতুর্থবার বিসিবির সভাপতি হওয়া নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফাহিম ভাইয়ের ওখানে এতগুলো ভোট। তার প্রতিদ্বন্দ্বীকে আপনারা হালকা মনে করেন? আমার তো মনে হয় সুজন আমার চেয়েও জনপ্রিয়। ফাহিম ভাই ভুল জায়গায় দাঁড়িয়ে গেছেন। তবে দুইজনই খুব ভালো। পাইলটের তো সেকেন্ডারি প্রপোজালসহ তিনটি ভোট পাওয়ার কথা। ও তো ভোট পেয়েছে দুটি। তাহলে ওর সেকেন্ডারি প্রপোজাল গেল কোথায়
নাজমুল হাসান পাপন বলেন, ওরা হঠাৎ করে নির্বাচনে নেমেছে, কোনো হোমওয়ার্ক ছাড়া। নির্বাচনে নামার আগে একটু হোমওয়ার্ক করা দরকার। আমার ধারণা ওরা সেটা করেনি বা করতে পারেনি। কাউন্সিলরদের কাছে যাওয়ার সময়ই বোধহয় সবাই পাননি। পাইলটও হুট করে দাঁড়িয়ে গেছে। যারা আট বছর ধরে কাজ করছে ওরা কি বসে ছিলো? ওরাও তো নিশ্চয়ই কাজ করেছে যাতে পরের নির্বাচনে পাশ করে। প্রস্তুতি নিয়ে নির্বাচনে দাঁড়ালে আরো ভালো হতো।

মন্তব্যসমূহ (১) কমেন্ট করতে ক্লিক করুন
uvdbeietjr Reply
11 months agoMuchas gracias. ?Como puedo iniciar sesion?