এই জয়ে সারাদেশে জাতীয় পার্টির জোয়ার বইবে: এরশাদ

জিবিনিউজ24 ডেস্ক:রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির এই চমকপ্রদ ফলের প্রতিক্রিয়ায় সাবেক রাষ্ট্রপতি ও দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এখন লাঙ্গলের জোয়ার সারা দেশে ছড়িয়ে পড়বে।
সরকার দলীয় প্রার্থীকে লক্ষাধিক ভোটে হারিয়ে রংপুরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
আজ শুক্রবার দুপুরে তিনি দলের চেয়ারম্যানের রংপুর শহরের বাসভবন পল্লী নিবাসে শুভেচ্ছা বিনিময় করতে গেলে এরশাদ এ কথা বলেন।
এরশাদ বলেন, মোস্তফার জনপ্রিয়তাই প্রমাণ করেছে তিনি কতটা যোগ্য। এই জয়ে সারা দেশে জাতীয় পার্টির জোয়ার বইবে।
তিনি আরও বলেন, রংপুর সিটির নির্বাচনে জাতীয় পার্টি নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। লাঙ্গলের দুর্গে কেউ হানা দিতে পারবে না, তার প্রমাণও এই জয়ে হয়েছে।