গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের নিন্দা ও ক্ষোভ

gbn

জিবি নিউজ || লন্ডন ||

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী মহানগরী গাজীপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেৃতৃবৃন্দ । এক বিবৃতিতে ক্লাব নেতৃবৃন্দ বলেন, গাজীপুরে এভাবে নৃশংস কায়দায় সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডে আমরা ক্ষোভে স্তব্ধ । এই দুঃসময়ে আমরা তাঁর পরিবার, স্বজন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাই । ১১ আগস্ট সোমবার লন্ডনের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রদত্ত এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ এই নিন্দা প্রকাশ করেন।

ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ বলেন, তুহিন ছিলেন নির্ভীক সংবাদ প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ একজন সাংবাদিক । তাঁর আকস্মিক মৃত্যু শুধুমাত্র একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর একটি গুরুতর আঘাত । সাংবাদিকদের ওপর এ ধরনের সহিংসতা কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয় এবং এটি মতপ্রকাশের মৌলিক অধিকারের পরিপন্থী। প্রেস ক্লাব নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে তারা ভয়-ভীতি, হয়রানি ও সহিংসতা থেকে মুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন ।

আমরা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যাতে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাতে সাংবাদিক তুহিনকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে বাসায় ফেরার পথে এলোপাতাড়ি কুপিয়ে নির্মম কায়দায় হত্যা করে সন্ত্রাসীরা । মুলত এক নারীর পক্ষ হয়ে কয়েকজন সশস্ত্র যুবক বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করছিল । তখন সেখান দিয়ে বাসায় ফিরছিলেন তুহিন । মারধরের বিষয়টি দেখে তিনি তা ভিডিও ধারণ শুরু করেন । বিষয়টি টের পেয়ে সশস্ত্র যুবকরা তুহিনকে পাকড়াও করে। তাকে ধারণ করা ভিডিও মুছে ফেলতে বলে। কিন্তু তুহিন এতে অস্বীকৃতি জানানোয় তার ওপর হামলা চালানো হয় । তাকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মোট ৮জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন । পাশাপাশি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি । ছিলেন দুই সন্তানর জনক ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন