সামারে জানুন বিখ্যাত টাওয়ার অব লন্ডনের ইতিহাস, অংশ নিন ভিক্টোরিয়া পার্কের নৌকাবাইচে

gbn

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রচারাভিযান ‘লাভ টাওয়ার হ্যামলেটস’ এর পৃষ্ঠপোষকতায় আগামী ৩ সপ্তাহজুড়ে সামার হলিডে বা গ্রীস্মকালীন স্কুল ছুটিতে আনন্দ উপভোগের জন্য অসংখ্য ইভেন্ট বা অনুষ্ঠানমালা হচ্ছে বারা জুড়ে। অনুষ্ঠানগুলো সবার জন্যে ফ্রি। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবরা এসব অনুষ্ঠানে অংশ নিয়ে খেলাধুলাসহ নানা এক্টিভিটিজের মাধ্যমে আনন্দ উপভোগ, একে অন্যের সাথে স্বাক্ষাতসহ নিজের স্বাস্থ্যগত উন্নতি করার সুযোগ পাবেন।

প্যাডেল রাইড মঙ্গলবারঃ ভিক্টোরিয়া পার্কের অত্যন্ত মনমুগ্ধকর স্থান পশ্চিম লেকে মঙ্গলবার নৌকা বাইচ বা প্যাডেল রাইডে অংশ নিন।

ফ্যামিলি ফান ডে বুধবারঃ বেথনাল গ্রীণের মিথ গার্ডেন্স পার্কে ফ্যামিলি ফান ডে অনুষ্ঠিত হবে। এখানে পরিবার এবং শিশুরা এসে বিভিন্ন ধরনের খেলাধুলা, হস্ত এবং কারুশিল্পসহ নানা ধরনের এক্টিভিটিজে অংশ নিয়ে একটি আনন্দময় দিন উপভোগ করতে পারবে।

ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোরঃ পর্যটকদের জন্য বিখ্যাত টাওয়ার অব লন্ডনের ইতিহাস জানতে চলে যান ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোরে।

উপরে উল্লেখিত তিন দিনের অনুষ্ঠানমালার সময়সূচীসহ আগামী কয়েক সপ্তাহজুড়ে সামার হলিডে উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে কোথায় কি হচ্ছে তা জানতে ওয়েব সাইট ভিজিট করুনঃ Summer activities 2025

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন