জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহেণর ভিডিও ভাইরাল হওয়ায় দল থেকে বহিষ্কার হলেন এক স্বেচ্ছাসেবকদল নেতা। বহিস্কৃত দেওয়ান তারেক চৌধুরী কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।
রোববার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী এবং সদস্য সচিব আফছর খাঁনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আওতাধীন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেওয়ান তারেক চৌধুরী আপনার বিরুদ্ধে অভিযোগ আওয়ামীলীগের মিছিলে আপনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় উক্ত ঘটনার সঠিক তদন্ত করে যথেষ্ট প্রমাণ পাওয়ায় আপনাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোতোয়ালী থানার আহবায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন