ব্যালন ডি’অর দৌড়ে আরও এগিয়ে ইয়ামাল, বার্সার জয় ৫-০ গোলে

gbn

চলতি বছরের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে প্রথম সারির প্রতিযোগী ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। গেল ৭ আগস্ট প্রকাশিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে এই তরুণের।

ব্যক্তিগত পর্যায়ে ফুটবলে সবচেয়ে মর্যাদাবান পুরস্কারটি জয়ের লক্ষ্যে এবার নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন ইয়ামাল। গতকাল রোববার বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন তিনি। হুয়ান গ্যাম্পার ট্রফির ফাইনালে স্প্যানিশ ফুটবল সেনসেশনের জোড়া গোলের দিনে ইতালিয়ান সিরি আ’র ক্লাব কোমোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা (Barcelona)।

 

জোহান ক্রুইফ স্টেডিয়ামে বার্সার হয়ে প্রথম দুটি গোল করেন ফারমিন লোপেজ। ২১ ও ৩৫ মিনিটে কোমোর জাল কাঁপান স্প্যানিশ উইঙ্গার। রাফিনহাও গোলের খাতায় নাম তোলেন। বিরতির ঠিক আগে এবং পরে জালের দেখা পান ইয়ামাল (Lamine Yamal)।

স্প্যানিশ তারকা প্রথম গোল করেন ৪২ মিনিটে। দ্বিতীয়ার্ধে যখন বার্সা ৪-০ গোলে এগিয়ে, তখন (৪৯ মিনিটে) ইয়ামাল তার সিগনাচার গোলটি করেন। ফেরান তোরেসের পাস থেকে বাঁ পায়ে প্রথমবার বল স্পর্শ করেই গোল করেন তিনি।

 

হানসি ফ্লিকের দল প্রাক-মৌসুমে দক্ষিণ কোরিয়া সফরে ভিসেল কোবে ও এফসি সিউলকে হারানোর পর এই ম্যাচেও দারুণ জয় পেল।

আগামী শনিবার লা লিগা শিরোপা রক্ষার প্রথম ম্যাচে মায়োর্কার মাঠে মুখোমুখি হবে বার্সেলোনা।

 

 

 

ইয়ামালের সতীর্থ রাফিনহাও এই বছরের ব্যালন ডি’অরের জন্য মনোনীত হয়েছেন। বড় প্রতিযোগীদের মধ্যে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর উইঙ্গার উসমান দেম্বেলে ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসের দ্য থিয়েটার দু শাতেলেতে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন