মৌলভীবাজারের রাজনগরে ব্যবসায়ীর উপর হা ম লা র প্রতিবাদে মানববন্ধন

gbn

রাজনগর প্রতিনিধি //

মৌলভীবাজারের রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজ।

এসময় হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারসহ বাজারে নিরাপদ পরিবেশ তৈরি করতে প্রশাসনের কাছে দাবি জানান ব্যবসায়ীরা।

 

 

রবিবার সকাল সাড়ে ১১ টার সময় রাজনগর উপজেলা পরিষদের সামনে রাজনগর-বালাগঞ্জ সড়কে এ মানববন্ধন করা হয়।

এসময় প্রায় এক ঘন্টা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন ব্যবসায়ী ও নাগরিক সমাজ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনগর বাজারে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিভিন্ন সময় হামলা করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটছে। নিরাপদ পরিবেশ না থাকায় ব্যবসা-বানিজ্যে প্রভাব পড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার ব্যবসায়ী মতিউর রহমান মিন্টু শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। তাকে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে। ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রশাসন সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় না আনলে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না। তাই অবিলম্বে রাজনগরে নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের কাছে আহবান জানান তারা।

 

ব্যবসায়ী ফুয়াদ আহমদ মুরাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেব, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহ-সভাপতি শংকর দুলাল দেব, সদর ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলু, বাজার কমিটির সভাপতি এমরান লতিফ খোকন, সহ-সভাপতি ফখরুল ইসলাম, আল আরাফা ইসলামী ব্যাংক রাজনগর উপশাখার ব্যবস্থাপক আব্দুল কাদির কোরেশী, ব্যবসায়ী ছাদিকুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. শাহ আবু বকর, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ তোয়াবুর রহমান, ইউকে প্রবাসী সায়মন আহমদ প্রমূখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন