চেন্নাই সুপার কিংস ছেড়ে যেতে পারেন অশ্বিন

gbn

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও চেন্নাই সুপার কিংসের সম্পর্ক ভাঙনের পথে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও চেন্নাই শিবিরের সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ঘরের ছেলে অশ্বিনকে হয়তো আগামী মৌসুমে আর হলুদ জার্সিতে দেখা যাবে না।

ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গত কয়েক দিনে চেন্নাইয়ে বৈঠক করেছেন সিএসকের শীর্ষ কর্মকর্তা ও খেলোয়াড়রা, যার মধ্যে ছিলেন এমএস ধোনি ও বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়। শোনা যাচ্ছে, অভিজ্ঞ এই অফস্পিনার ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

 

শুধু খেলোয়াড় হিসেবেই নয়, গত এক বছর ধরে সিএসকে একাডেমির অপারেশন ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন অশ্বিন। তবে অন্য কোনো দলে যোগ দিলে স্বার্থের সংঘাত এড়াতে তিনি এই পদ ছাড়তে পারেন।

২২১ ম্যাচে ১৮৭ উইকেট ও ৮৩৩ রানের মালিক অশ্বিনকে পেতে আগ্রহী হবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। এখন দেখার বিষয়, তিনি কি ট্রেডের মাধ্যমে নতুন দলে যাবেন নাকি নিলামে নামবেন।

গত মৌসুমে ৯ ম্যাচ খেলেছিলেন তিনি।

 

২০০৯ সালে সিএসকের হয়ে অভিষেক হওয়া অশ্বিন প্রথম আট মৌসুমে ধোনির নেতৃত্বে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এরপর দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলে ২০২৪ সালে ৯.৭৫ কোটি রুপিতে চেন্নাইয়ে ফেরেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন