মৌলভীবাজার প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও দ্রæত সময়ে বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাব।
১০ আগস্ট রবিবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সঞ্চালনায় ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক ও দীপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ্ উর রহমান, দৈনিক ইনকিলাব এর জেলা সংবাদদাতা ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক সংগ্রাম পত্রিকার মো: আজাদুর রহমান, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, দৈনিক রুপালি বাংলাদেশের সিনিয়র রিপোর্টার এম শাহাজাহান আহমদ, দৈনিক দিনকালের সৈয়দ মমশাদ আহমদ, যায়যায়দিন পত্রিকার আব্দুল ওয়াদুদ, এশিয়ান টেলিভিশনের মাহবুবুর রহমান রাহেল, দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোক্তাদির হোসেন প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা এই হত্যাকাÐের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রæত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি করছি। আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘিœত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন