কনওয়ে, নিকোলস ও রাবিন্দ্রার সেঞ্চুরি, নিউজিল্যান্ডের রেকর্ড

gbn

এ যেন নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ জিম্বাবুয়ের। বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনেও জিম্বাবুয়ের বোলারদের কঠোর ভাষায় শাসিয়েছেন কিউই ব্যাটাররা। রাচিন রাবিন্দ্রা, হেনরি নিকোলস ও ডেভন কনওয়ের সেঞ্চুরিতে রানপাহাড়ের চূড়ায় চলে গেছে সফরকারী নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৬০১ রান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ইতিহাসে এক ইনিংসে এটি কিউইদের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৬ সালে এই বুলাওয়েতেই ৪ উইকেটে ৫৮২ রান করেছিল নিউজিল্যান্ড।

 

বিশাল পুঁজি হলেও এখনো ইনিংস ঘোষণা করেননি কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। অর্থাৎ এখনো সফরকারীদের রান সংগ্রহের বিশাল সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত ইনিংসকে কত বড় করে নিউজিল্যান্ড, তৃতীয় দিনে সেটিই দেখার অপেক্ষা।

১ উইকেটে ১৭৪ রান নিয়ে আজ শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ৭৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা কনওয়ে শেষমেশ আউট হন ১৫৩ রানে। ২৪৫ বল খেলে ১৮ চারে এই ইনিংস খেলেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।

 

আড়াই বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন কনওয়ে। এর আগে সর্বশেষ ২০২৩ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে শতক হাঁকিয়েছিলেন তিনি। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে এই ফরম্যাটে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন কনওয়ে।

রাচিন রাবিন্দ্রা ১৬৫ রানে অপরাজিত আছেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় ও সবচেয়ে দ্রুততম (১০৪ বলে) শতক। বাঁহাতি ব্যাটারের সঙ্গে অপরপ্রান্তে অপরাজিত আছেন হেনরি নিকোলস। তার নামের পাশে আছে ১৫০ রান। এটি নিকোলসের ১০তম টেস্ট সেঞ্চুরি।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের লিড এখন ৪৭৬ রানের। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন